তুরস্ককে হুঁশিয়ারি ফান্স প্রেসিডেন্টের

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৩৯ পূর্বাহ্ণ

তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রন। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ তীব্র রূপ নিয়েছে। এদিকে যুদ্ধাঞ্চলে জিহাদি মোতায়েনের অভিযোগ তুলে তুরস্ককে হুঁশিয়ারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রন। তুরস্ক সীমালঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, সিরিয়ার জিহাদি গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে। সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলে এই ঘটনায় তিনি ব্যাখ্যা দাবি করেছেন। নাগোরনো কারাবাখ নিয়ে লড়াইয়ে দীর্ঘদিনের মিত্র বাকুকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।

আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগোরনো কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠদিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র রূপ নিয়েছে। অঞ্চলটি নিয়ে দুই প্রতিবেশী কয়েক দশক ধরে তীব্র সংঘাতে লিপ্ত রয়েছে। তবে রবিবার শুরু হওয়া যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
পরবর্তী নিবন্ধতিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি