দারুল মদিনা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মুহাম্মদ নঈমুল ইসলাম বলেছেন, ইসলামের প্রচার–প্রসার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে ইমাম আহমদ রেযার (র.) জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা প্রয়োজন। জ্ঞান–বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইমাম আহমদ রেযা (র.) যে অসামান্য অবদান রেখে গেছেন তা বিশ্ববাসীর পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাতে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে দারুল মদিনা মডেল একাডেমি আয়োজিত আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.) স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির সুপার মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে ও আবদুল মোতালেব রাজুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন একাডেমির পরিচালনা পর্ষদ সদস্য মুহাম্মদ নঈম উদ্দিন, একাডেমির শিক্ষক মাওলানা শাওন মনির, হাফেজ জমির উদ্দিন, মায়মুনা আক্তার লাভলী, মুহাম্মদ মনসুর, সাদিয়া আকতার, সুমাইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।