গত ২৪ সেপ্টেম্বর দৈনিক আজাদীর ১ম পৃষ্ঠায় প্রকাশিত সচিত্র প্রতিবেদন নগরজুড়ে তীব্র যানজট লেগে থাকে প্রায় প্রতিদিন, তার উপর দিনের বেলায় ট্রাক কাভার্ডভ্যানের চলাচল এই জটকে বাড়িয়ে দেয়, নাগরিকদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে দুর্ভোগে। যানজটের এই চিত্র নগরজুড়ে সর্বত্র। এটা নতুন কোন বিষয় নয়। স্বচ্ছন্দে ও দ্রুত চলাচলের সুবিধা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। রাস্তায় যানজটে পড়তে হবে এ নিয়তি মেনে নিয়েই এখন নগরবাসী কর্মক্ষেত্রে রওনা দেন। কর্মস্থলে পৌঁছতে পর্যাপ্ত সময় হাতে নিয়েও অনেকে যথাসময়ে পৌঁছতে পারেন না। বিশ্বের কোন শহরে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হয় কিনা আমাদের জানা নেই। অথচ নগরীর যানজটের যতগুলো কারণ রয়েছে তা সকলের জানা। নগরবিদরা এসব কারণের প্রতিকারের এবং যানজট মোটামুটি সহনীয় করার নানা উপায় বাতলে দিয়েছেন। তারপরও কোন কার্যকর ব্যবস্থা নেই। বরং দিন দিন তা জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। যানজটের অন্যতম কারণ পরিবহণ ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলা। যানজটের কারণে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো নগরী যেন একটি পার্কিং জোনে রূপান্তরিত হয়েছে। যানজট নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে।
এম এ গফুর, বলুয়ারদীঘির দক্ষিণ–পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।