সীতাকুণ্ডের ফৌজদারহাট রেল স্টেশনের অর্ধশত বছরের পুরনো রেইন ট্রি (কড়ই গাছ) কেটে ফেলেছে প্রভাবশালী এক ব্যক্তি। এলাকাবাসীর বাধার মুখে রক্ষা পেয়েছে রেল স্টেশনে থাকা আরো কয়েকটি বড় গাছ। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলের উর্ধতন কর্মকর্তারা ।
জানা যায়, ফৌজদারহাট রেল স্টেশনে পুরনো গাছের নীচে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতো যাত্রীরা। বৃহস্পতিবার ভোররাতে কাইয়ুম চৌধুরী নামে এক ব্যক্তির ভাড়া করা কিছু লোক বড় একটি গাছ কেটে ফেলে। আরও একটি গাছ কাটার সময় স্থানীয়রা বাসিন্দাসহ রেলের যাত্রীরা বাধা দেন। এসময় স্থানীয় বাসিন্দাদের সাথে কাইয়ুম চৌধুরী ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়িতে জানালে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, যে কোন গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রয়োজন হয়। যে দুইটি গাছ কাটা হয়েছে তা রেলওয়ের। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি জানতে ফৌজদারহাট স্টেশন মাস্টার রতন নাথের মোবাইল নাম্বারে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে কাইয়ুম চৌধুরী বলেন, যে গাছ দুইটি কাটা হয়েছে সেগুলো তাদের জায়গায় পড়েছে। রেওয়ের জায়গায় পড়েনি। স্থানীয়রা তাদের ফায়দা হাসিল করতে এই নাটক সাজিয়েছে। আমি আমার গাছ কাটছি। তাতে সমস্যা হওয়ার কথা নয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, গাছ কাটার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।