নগরীর বায়েজিদে নাশকতার মামলায় কারাগারে থাকা মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৬ নেতাকর্মী জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে বায়েজিদে ৮টি মামলায় আসামিদের জামিন মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা ডা. ফরহাদ, পাঁচলাইশ থানা বিএনপি সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান সওদাগর, মনজুরুল আলম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন ও সৈয়দ মঞ্জুর হোসেন, সহ–সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের সহ–প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ–সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূট্টো ও হুমায়ুন কবীর, সদস্য মোহাম্মদ নাছির, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আকবর হোসেন ও সদস্য খাজা স্বপন।
২০১৮ সালের ৩০ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে বায়েজিদে এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। ওইসব মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পনপূর্বক আসামিরা জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকালের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পাশাপাশি আসামিপক্ষে বিএনপির আইনজীবীরা উপস্থিত ছিলেন।