খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে ২০-২৫ জন পর্যটকের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা সদরের হাতির মাথা পর্যটন থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের আটকে রেখে নগদ ২৮-৩০ হাজার টাকা ছিনতাই করে।
এ ঘটনায় জরুরি সহায়তা সেল ৯৯৯ নম্বরে কল দিয়েও কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেন পর্যটকরা।
ছিনতাইয়ের কবলে পড়া আরিফ নামের এক পর্যটক জানান, ঢাকা, খাগড়াছড়ির মাটিরাঙা ও রামগড় থেকে ২৫ জনের মতো পর্যটক যায় হাতির মাথায়। সেখান থেকে দুপুর ২টার দিকে ফেরার পথে স্থানীয় ৩ জন যুবক ছুরি ধরে পথরোধ করে। প্রথমে মুঠোফোন ছিনিয়ে নেয়। কাকুতি-মিনতি করে মুঠোফোনগুলো ফেরত নেয়া হলেও নগদ টাকা ফেরত দেয়নি।
ছাড়া পাওয়ার পর জরুরি সহায়তা সেবা সেল ৯৯৯ নম্বরে কল দেয়া হলেও কোনো সহযোগিতা করা হয়নি।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, ছিনতাইয়ের কবলে পড়া কয়েকজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানায়। তবে তাদের কেউ লিখিত অভিযোগ করেনি।
আর ৯৯৯ নম্বরে সেবা নিতে কেউ কল দেয়নি বলে জানান তিনি।