রাউজানে সরকারি প্রকল্পের আওতায় আবাসন সুবিধা পেতে ৪৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা আবেদন করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেঙে আবেদনকারীদের তথ্য যাচাই–বাচাই করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান ইউএনও জোনায়েদ কবির সোহাগ। তিনি জানান, আবেদনকারীদের বাড়ি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটি যাচাই–বাছাই করে সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, রাউজানে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৩০ জন। এর মধ্যে ৬ শতাংশ বা ২০ জনের জন্য আবাসন ব্যবস্থার সুপারিশ করা হবে।
যাচাই–বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটির সভাপতি ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মনির হোসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।