কসমোপলিটান লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক চাইল্ডহুড ক্যান্সার মাস উপলক্ষে মা ও শিশু হাসপাতালে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ব্যানার র্যালির আয়োজন করা হয়। কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচাল লায়ন মো. হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিক। অতিথি ছিলেন রিজিয়িন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন্স ক্লাবের সহ সভাপতি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটানের সভাপতি লায়ন শহিদুল মোস্তাফা চৌধুরী মিজান, পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, সদস্য মো. ওমর হাসান, কসমোপলিটান লিও ক্লাবের চিফ কো–অর্ডিনেটর লিও ইঞ্জিনিয়ার মো. নাঈম সারওয়ার জিতু, সভাপতি লিওসিফাতুল ইসলাম সামি, সচিব লিও অর্চি দাশ, ট্রেজারার লিও শিহাব উদ্দীন সহ লায়ন্স ও লিও ক্লাবের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।