মরণ ধাক্কা

সৈয়দ খালেদুল আনোয়ার | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:১৬ পূর্বাহ্ণ

করোনার ভাইরাসের দাপটএখনো হয়নি লীন/

সবাই এখন চলছে ফিরছে হয়ে আতংকহীন।

নাকে মুখে আর থাকছেনা মাস্ক

পকেটে থাকছে মাস্ক, মনে হয় যেনো মাস্ক পরাটা দুষ্কর কোনো টাস্ক। মানছেনা কেউ দেহদূরত্ব বেড়ে গেছে ঘেঁষাঘেঁষি/

কারণ ছাড়াই ঘর থেকে বের হয় আজ বেশি বেশি। স্বাস্থ্যবিধিটা কেউ মানছেনা করছেনা যে তোয়াক্কা/ বুঝবে বাবারা করোনারা দিলে একটা মরণ ধাক্কা।

পূর্ববর্তী নিবন্ধকরোনাতে যাদের উপর অশেষ করুণা
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ প্রসঙ্গে