নগরীর ফয়’স লেকের পার্শ্ববর্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় সাম্বার প্রজাতির হরিণ পরিবারে এল নতুন অতিথি। গত মঙ্গলবার জন্ম নেয়া শাবকটির ওজন ছিল তিন কেজির মতো। নতুন এই শাবকটিসহ দেশে এ জাতের হরিণ মোট পাঁচটি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, বাংলাদেশে সাম্বার হরিণ বিলুপ্তপ্রায়। শুধু চট্টগ্রাম চিড়িয়াখানাতেই এই হরিণ রয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ রয়েছে। মায়া হরিণ রয়েছে চারটি এবং চিত্রা হরিণ আছে ২২টি। উপমহাদেশের সবচেয়ে বড়জাতের সাম্বার হরিণটি তিন বছরে বয়ঃপ্রাপ্ত হয় এবং ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।