সাদার্ন ইউনিভার্সিটিতে প্রফেসর নুরুদ্দীন স্মরণসভা

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪৩ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, আইকিউএসির পরিচালক প্রফেসর এ জে এম নুরুদ্দীন চৌধুরীর স্মরণসভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। এতে বক্তারা বলেন, নুরুদ্দীন চৌধুরীর মৃত্যু পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সাদার্ন ইউনিভার্সিটির পথচলায় তার অবদান অবিস্মরণীয়। তিনি সব সময় অর্পিত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। যখন যে দায়িত্ব পেয়েছেন, তা আন্তরিকভাবে পালন করেছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ মর্যাদার অধিকারী হয়েও নুরুদ্দীন চৌধুরী কোনো কাজে দেরি করতেন না। তিনি পড়ানোর ব্যাপারে আন্তরিক ছিলেন। তাকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত। সভায় বক্তব্য দেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান ও উপউপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রফেসর নুরুদ্দীন চৌধুরীর মৃত্যুতে তিন দিনের শোকসহ নানা কর্মসূচি পালন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা। এছাড়া একদিনের জন্য ইউনিভার্সিটির সকল অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি ও নকল স্বর্ণেরবার বিক্রির দায়ে আটক ৪
পরবর্তী নিবন্ধসেতু নির্মাণের দাবিতে মহেশখালীতে মিছিল