নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কটি ছয় লেনে উন্নীত করা হয়েছে। তবে অবৈধ দখলদারদের কারণে পাওয়া যাচ্ছিল না সম্প্রসারণের সুফল। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার দিনভর সড়কটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। এ সময় ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, অবৈধ দখলদাররা সড়কের একটি বড় অংশ দখল করে রেখেছিল। বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা দৃষ্টিগোচর হওয়ার পর সেখানে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। এ সময় সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পুলিশের পৃথক দুটি টিমও অংশ নেয়।