আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে নিহত বেড়ে ৯৫

উভয়পক্ষের ভারী কামান মোতায়েন

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:২৬ পূর্বাহ্ণ

বিতর্কিত অঞ্চল নাগোরনোকারাবাখকে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যে উভয়পক্ষ সীমান্তে ভারী কামান মোতায়েন করেছে বলে জানিয়েছে। গতকাল মঙ্গলবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধ বাহিনীগুলো ফিজুলি, জাবরাইল, আগদেরে ও টার্টারমুখি পাল্টাআক্রমণ শুরু করে হারানো এলাকাগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় দুদেশের সেনা সদস্যসহ এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। বিবাদপূর্ণ নাগোরনোকারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে রোববার থেকে প্রতিবেশী এই দুদেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধচীনকে থামাতে ‘দেরি হয়ে গেছে’