করোনা ভাইরাসের কারণে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাসস্থানের বাইরে না যাওয়ার এবং দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিলো সরকার। গত ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে বলে জানিয়েছিলো। কিন্তু নির্দেশনার পরে সেপ্টেম্বর এ করোনার এ সময়ে ভাইরাস ছড়িয়ে যেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী শপিং–মল, দোকানপাট ও হাট–বাজার খোলা রাখার সময় রাত ৮ টা পর্যন্ত করেছে যা এখনো বলবৎ আছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন জনসাধারণ এখন আর কাজ ছাড়া বাইরে বের হয় না যেহেতু সংক্রমণ হতে পারে করোনা ভাইরাসে তাই একটু ভয়ও কাজ করে। জনসাধারণ সারাদিনের সব কাজ করে চেষ্টা করে যত তাড়াতাড়ি ঘরে ফিরতে। আবার দেখা যায় রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধ হওয়ার পর রাতে অনেকেই যেখানে সেখানে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেয়। তাই জনসাধারণকে ঝুঁকি মুক্ত রাখতে শুধু করোনাকালীন নয় ভবিষ্যতে সব শপিং মার্কেট ও দোকানপাট রাত ৯ টায় বন্ধ হলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বৃদ্ধি পাবে তেমনি বিদ্যুতের অপচয় রোধ হবে, পকেটমার বা ছিনতাই বন্ধ হবে, অপ্রয়োজনীয় ঘুরাফেরা বন্ধ হবে এবং দেশের আইনশৃঙ্খলা ভালো থাকবে।