ভারতে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে আর মৃত্যু ৫ হাজারেরও বেশি লোকের। গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৮২ হাজার ১৭০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে। খবর বিডিনিউজের।
কোভিড–১৯ এ শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১০৩৯ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ৯৫ হাজার ৫৪২ এ দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত, ৭১ লাখেরও বেশি রোগী নিয়ে এই তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৩২ হাজারেরও বেশি।
ভারতে এ পর্যন্ত ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন রোগী সুস্থ হয়েছেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। দেশটিতে মোট আক্রান্তের ৮২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এ সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।