চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও মোহরা ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী নুরুল আমিন মামুনের সমর্থনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা কামাল বাজারস্থ দলীয় নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম সকলকে পূর্ণ উদ্যমে আবারো নির্বাচনী কার্যক্রম শুরু করার তাগাদা দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করুক আমরা যাতে বিজয়ী হতে পারি তার জন্য প্রস্তুত থাকতে হবে। সে লক্ষ্যে আমাদেরকে ভোটারদের ঘরে ঘরে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরতে হবে। ভোটারদের মন জয় করে নৌকা ও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ার মির্জার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আহমেদুর রহমান মেম্বার, মোহাম্মদ ফারুক, নুরুল ইসলাম, হাছান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী নুরুল আমিন মামুন, সৈয়দ মুজিবুর হক, মো. হানিফ খান, জমির উদ্দিন, খালেদ খান চৌধুরী, শফিকুর রহমান সৌরভ, আবুল কাশেম, শেখ আহমদ, আবুল কাশেম বাদশা, মো. আজ খান, যুবরীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, নুরুল আবছার, মো. সরোয়অর, কফিল উদ্দিন, মো. পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।