বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষণ ও সিলেটে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সারাদেশে অব্যাহতভাবে নারীহত্যা ও ধর্ষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মানববন্ধন কর্মসূচি থেকে নারী হত্যা ও ধর্ষণের প্রতিকারে দ্রুত আইনি প্রশাসনিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এতে অংশগ্রহণ করেন মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপিকা লতিফা কবির, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, আশালতা কলেজের অধ্যক্ষ জর্নাদ্দন বণিক, সিতারা শারীম, সাথী পাল, স্বপ্না রানী বড়ুয়া, রীতা মন্ডল, চিন্ময়ী ঘোষ, নূরী আসমা, নীলুফার জাহান বেবী, প্রণব রাজ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।