মুক্তিযোদ্ধা পবন বড়ুয়ার ওপর হামলাকারীদের বিচার দাবি

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের মানববন্ধন

আজাদী প্রতিবেদন  | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৮ পূর্বাহ্ণ

রাউজানে পবন কুমার তালুকদার নামের এক মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার, প্লেকার্ড নিয়ে রাউজানের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন। রাউজানের আবুরখীলে মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদারের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার বিচার না হলে মুক্তিযোদ্ধারা শরীরে আগুন দিয়ে আত্মহুতি দেওয়ারও ঘোষণা দেন। এর কয়েক দিন আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেও মুক্তিযোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা বাদল বরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মোহন লাল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, টিপু বড়ুয়া, সূপর্না বড়ুয়া, পয়াগ বড়ুয়া, নির্জন বড়ুয়া, সোহেল বড়ুয়া, ও হামলার শিকার পবণ কুমার তালুকদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১১ সেপ্টেম্বর রাউজানের ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের সামনে আবুরখীল গ্রামের অভয় কুমার বড়ুয়া রানা, রূপায়ন বড়ুয়া কাজল ও বিএনপি ক্যাডার বিধান বড়ুয়াসহ একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদারের ওপর হামলা চালায়। হামলায় মারাত্মকভাবে আহত করা হয়। তারা হামলা চালিয়ে ক্ষ্যান্ত হননি, পবন কুমারকে গ্রাম ছাড়া করার হুমকিও দিচ্ছে। আবুরখীলে মুক্তিযোদ্ধা পবন কুমার বড়ুয়ার হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান মুক্তিযোদ্ধা সন্তানরা। অন্যথায় তারা লাগাতার আন্দোলনের ঘোষণাও দেন। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাউজান ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের সামনে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা পবন কুমার তালুকদার (৬৮) গুরুতর আহত হন। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য রাউজান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআসামি মিজান ৭ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধকরুণা চৌধুরী