পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার ৮৮তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আর্দশের সংগঠন ‘উত্তরাধিকার’ পটিয়ার ধলঘাটে প্রীতিলতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিকালে প্রীতিলতা ট্রাস্টের সূর্যসেন হলে আলোচনা সভার আয়োজন করে। গত বৃহস্পতিবার উত্তরাধিকার সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাহবুুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী। বক্তব্য রাখেন উত্তরাধিকার সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা শৈবাল বড়য়া, স্বপন শীল, শিক্ষক প্রবোধ রায়, কামরুল হাসান বাবু,জাহেদুল ইসলাম,মফিজুর রহমান, রনধীর চক্রবর্তী, শিউলী সেনগুপ্ত, লাভলী আক্তার, কৃষ্ণা চক্রবর্তী, নয়ন শর্মা, সাইদুল আলম তামিন, দিলীপ চক্রবর্তী দিপু, মো. নাসির উদ্দিন, হিল্লোল দে,তন্ময় বড়ুয়া, মো. রাশেদ,শাওন বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মাস্টারদা সূর্য সেনের নির্দেশে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবে আক্রমণ করতে যান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। সফল অপারেশনের পর ফেরার পথে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ইংরেজদের হাতে ধরা পড়ার আগেই তিনি নিজের কাছে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি।