জরিমানা গুনতে হলো কোহলিকে

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৪৭ পূর্বাহ্ণ

 

গত বৃহস্পতিবার রাতটা যেন ভয়ংকর এক রাতে পরিণত হয়েছে বিরাট কোহলির জন্য। কারন সে রাতে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ম্যাচে কোহলির পারফরম্যান্স একেবারেই ভুলে যাওয়ার মতো। দুইশোর্ধ্ব টার্গেট তাড়া করতে নেমে ফিরেছেন ৫ বলে ১ রান করে। কোহলি আসল সর্বনাশটা করেছেন তার আগেই। পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের দুই দুটি ক্যাচ ছেড়েছেন তিনি। জীবন পাওয়া রাহুল পরে কচুকাটা করেছেন কোহলির দলের বোলারদের। ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ২০৬ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। এতো বড় রানের চাপ পরে আর সামলাতে পারেনি বেঙ্গালুরু। ১০৯ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে ৯৭ রানে। ম্যাচ শেষে তিক্ততা আরও বেড়েছে বেঙ্গালুরু অধিনায়কের। স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছে কোহলির। নির্ধারিত ওভারে নিজের দলের বোলিং ইনিংস শেষ করতে পারেননি কোহলি। ফলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে বেঙ্গালুরু অধিনায়কের। ম্যাচ শেষে বিরাট কোহলি বলেণ আমরা জানি না, ঠিক কোথায় সমস্যা হয়েছে। সব দায় আমি মাথা পেতে নিচ্ছি। কোনো কোনো দিনে এমনটা ঘটে। এসব মেনে নিতে হয়। আমরা ভালো দিনও দেখলাম, খারাপ দিনও দেখলাম। তবে সামনের দিকে এগুতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপিসিবির বিরুদ্ধে পিএসএল দলগুলোর মামলা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অপেক্ষা আরো বাড়ল আফগানিস্তানের