মান্নান-দানু ছিলেন রাজনৈতিক কর্মী সৃষ্টির কারিগর

স্মরণ অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আওয়ামী রাজনীতির ঘরানার প্রয়াত ত্যাগী, পরীক্ষিত ও দুঃসময়ের কাণ্ডারীদের জীবনাদর্শ অনুসরণ করে দলীয় রাজনীতির পরিশুদ্ধতা অর্জন সম্ভব। আর এক্ষেত্রে কোনো অপশক্তি আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। আজ এই সত্যটুকু ধারণ করে দলের সকল স্তরের সাংগঠনিক নেতৃত্বকে সুসংগঠিত করতে হবে। তিনি গতকাল বিকেলে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী এম এ মান্নান এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত কাতালগঞ্জস্থ সরকারি প্রাইমারি বিদ্যালয় মিলনায়তনে স্মরণানুষ্ঠানে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রয়াত জননেতা এম এ মান্নান ও কাজী ইনামুল হক দানু ছিলেন সৃজনশীল কর্মী সৃষ্টির কারিগর। তারা কখনো রাজনীতিকে অর্থ বিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রায় এক যুগ ধরে টানা ক্ষমতাসীন। তাই কিছু সুযোগ সন্ধানী হাইব্রিড অনুপ্রবেশ করেছে। এরা সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষের চেয়েও বেশি বিপদজ্জনক। এরা যে কোন সময় ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলাতে পারে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে নৌকার প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের ঘরেবাইরে সব জায়গায় শত্রুরা তৎপর। তারা যে কোন সময় ফণা তুলতে পারে। তবে ঘরের শত্রু বিভীষণরা সবচেয়ে বেশি ভয়ংকর। এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপপ্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, কাজী রাজেশ ইমরান, কাজী মোজাম্মেল হক খোকা, মো. নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিএনপি নেতার পরিবার পেল রিকশা ও নগদ টাকা
পরবর্তী নিবন্ধউত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি