রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে দুটি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রোয়াজারহাট ও থানা সদরের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। এতে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট এলাকায় কুরমাই খালের পানির গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। অন্যদিকে থানা সদর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে আরও একটি বড় পাকা স্থাপনা করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই দুই পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এসময় এসব স্থাপনা নির্মাণের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. মাসুদুর রহমান।