নগরীর কাজীর দেউড়িতে ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চসিক-এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। বাংলানিউজ
এ সময় ভিআইপি টাওয়ার, এপোলো শপিং সেন্টারসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও লালদীঘির পাড়সহ প্রায় ৩০টি দোকানের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।