চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত ও অসীম কুমার দেব এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের চিকিৎসা অনুষদের অধীনে পেশাগত এমবিবিএস এর লিখিত ফাইনাল পরীক্ষা শুরুর সময় ২১ অক্টোবর পরিবর্তনের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আগামী ২২ অক্টোবর থেকে থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৬ অক্টোবর বিজয়া দশমী। এই অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ মে/২০২০ইং সনের ফাইনাল পেশাগত এমবিবিএস লিখিতি পরীক্ষাসমূহ ২১ অক্টেবর শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছে। যা পূজা পরিষদ নেতৃবৃন্দসহ পূজার্থীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে ঘোষিত পরীক্ষার সূচি পরিবর্তন করা না হলে পূজা পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।