নগর গোয়েন্দা পুলিশের সাবেক তিন সদস্যসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলা আদালত শুনানিতে খারিজ করে দিয়েছেন। গতকাল বিকালে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত মামলাটি খারিজ করেছেন। আদালত সূত্রে জানা যায়, সকালে মো. মোশারফ হোসেন নামের এক ব্যক্তি আদালতে হাজির হয়ে ৩ পুলিশ সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ধারায় মামলাটি করেন। পরে বিচারক ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণপূর্বক মামলাটি খারিজ করে দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বাদী মামলার পক্ষে উপযুক্ত কোনো যুক্তি উত্থাপন করতে না পারার পাশাপাশি সন্তোষজনক জবাব দিতে না পারায় মামলাটি খারিজ করে দেয়া হয়েছে। ২০১৮ সালের ১৫ মে আসামিরা যোগসাজশে জোরপূর্বক মোশাররফ হোসেনের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করেন বলে তার মামলার আরজিতে অভিযোগ করা হয়েছিল। মামলায় আসামি করা হয়েছিল, নগর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক আবুল কালাম আজাদ (৫৫), সাবেক উপ পরিদর্শক আফসার উদ্দিন রুবেল (৩৮) ও কনস্টেবল মো. রহমান (৩৫)। মামলার অপর আসামি হল নাসিরুল কবির মনির (৪৮)। জানা যায়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা মোশাররফ হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার বাসিন্দা। নগরীতে সে সিটি গেইট এলাকায় থাকেন।