হালিশহর কে ব্লকস্থ হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে এক বৃক্ষরোপণ কর্মসূচী মহানগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য এহছানুল আজিম লিটনের সভাপতিত্বে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হোসেন আহম্মদ, ফরিদ নেওয়াজ, হুমায়ুম কবির।
বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, মোহাম্মদ রবি, জসিম উদ্দিন, দিদারুল আলম, শের খান, নুর আক্তার, প্রশান্ত চৌধুরী, আমিনুল ইসলাম, ইমন সরকার প্রমুখ।
এহছানুল আজিম লিটনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে আরো দশ হাজার বিভিন্ন রকম ফলদ, বনজ ঔষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।