দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট এএমএম শাহনেওয়াজকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এএমএম শাহনেওয়াজ রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে চলতি বছর পূর্বাঞ্চলে চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট হিসেবে যোগদান করেন। পশ্চিমাঞ্চলে চিফ কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্বপালনকালে কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। কেনাকাটায় অনিয়মের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর গত ২০ সেপ্টেম্বর ওএসডি করে রেল ভবনে যোগদানের নির্দেশ দেয়া হয়।
শুধু পশ্চিমাঞ্চলে কেনাকাটায় দুর্নীতি নয়, পূর্বাঞ্চলে চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট পদে যোগদানের পর পছন্দের প্রতিষ্ঠানকে কম টাকায় ট্রেন ইজারা দিয়ে রেলের কোটি কোটি টাকা ক্ষতি করেছেন তিনি। এতে দুর্নীতিরও প্রমাণ পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসআর ট্রেডিং নামের ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে দুই কোটি টাকা। রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল আজাদীকে বলেন, দৈনিক ১ লাখ ৭০ হাজার টাকা ইজারায় চলতো জামালপুর কমিউটার ট্রেন। পরে সেটি মাত্র ৭০ হাজার টাকায় এসআর ট্রেডিংকে ইজারা দেয়া হয় । ১০ বছরে লোকসান ৩৬ কোটি টাকা। এমন দুর্নীতির চিত্র রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে। একইভাবে কম টাকায় দেয়া হয়েছে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনও। প্রতিদিন ৯০ হাজার টাকায় ইজারায় চলে এটি। ২০১২ সালে যাত্রী পরিবহনে ৫০ শতাংশ আর পণ্য পরিবহনে ১০০ শতাংশ ভাড়া বাড়ায় সরকার।৮বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার। কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া।
নতুন ভাড়া অনুযায়ী দুই ট্রেনে প্রতিদিন ৭০ হাজার টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেয়া হয় এস আর ট্রেডিংকে। এতে ৮ বছরে লোকসান হয় প্রায় ২০ কোটি টাকা। অনিয়ম তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা এ এম এম শাহনেওয়াজ ও ডেপুটি বাণিজ্যিক কর্মকর্তা জোবেদা আক্তারকে দায়ী করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। পরবর্তীতে এএমএম শাহনেওয়াজ পশ্চিমাঞ্চলে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেখানে কেনাকাটায় বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে পূর্বাঞ্চলে বদলি করা হয়। গত ২০ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।
এএমএম শাহনেওয়াজকে বদলির পর গত ২১ সেপ্টেম্বর পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার নাজমুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। এব্যাপারে চিফ কমার্শিয়াল ম্যানেজার নাজমুল ইসলাম গতকাল আজাদীকে জানান, এএমএম শাহনেওয়াজকে ওএসডি করার পর আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।