তরিকতের একনিষ্ঠ সাধক ছিলেন ঈছাপুরী (রহ.)

স্মরণসভায় বক্তারা

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী তরীকার অন্যতম সুফী সাধক, কর্ম জীবনে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপনকারী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা শাহসূফি সৈয়দ আতাউর রহমান ঈছাপুরী ছিলেন কর্ম জীবনে একজন নির্লোভ ও তরিকতে একনিষ্ঠ সাধক ব্যক্তিত্ব। দেশের এতবড় প্রতিষ্ঠানের কর্ণধার হয়েও তিনি ছিলেন নিরহংকার ও অমায়িক চরিত্রের অধিকারী। গতকাল মঙ্গলবার বাদে আছর ঈছাপুরী দরবারস্থ রওজা কমপ্লেক্সে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উদ্বোধক ছিলেন রহমানিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে গাউসুল আজম সৈয়দ নাজমুল হুদা মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন বেতাগী দরবারের সাজ্জাদানশীন সৈয়দ গোলামুর রহমান আশরাফ শাহ, সৈয়দ আমিনুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছৈয়দ আমান উল্লাহ আহছান, ছৈয়দ এরশাদ উল্লাহ ছোলায়মান, ছৈয়দ একরাম উল্লাহ এমরান শাহ, প্রফেসর ডা. এস এম এ এরফান, সৈয়দ কায়ছার উল ইসলাম শাহীন প্রমুখ।
উল্লেখ্য, শাহ সুফী সৈয়দ মোহাম্মদ আতাউর রহমান ঈছাপুরী (রহ.) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন। শনিবার বাদ আসর ঈছাপুরী দরবার শরীফ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে রওজা শরীফ কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র পরিচালনা ও করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা পরিষ্কার
পরবর্তী নিবন্ধমসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩৪