প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের নাগরিকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের প্রণীত শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন আবশ্যক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে সম্প্রতি আয়োজিত শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী এ কথা বলেন।
শিক্ষা বোর্ডের শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর জাহেদুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম, সেকশান অফিসার জসিম উদ্দিন। সভায় বক্তারা দুর্নীতি মুক্ত ও উত্তম সেবা নিশ্চিত করার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে একটি মডেল বোর্ড পরিণত করার জন্য সততার সাথে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি