উখিয়ায় কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। গত রোববার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বালুখালী মধ্যম পাড়া গ্রামের নুর আহমদের ছেলে হোসেন ড্রাইভার (৩৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মৃত মো. হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৩২)। সংশ্লিষ্টরা জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান এনে সীমান্তে মজুদ করা হচ্ছে, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় কক্সবাজার ৩৪ বিজিবির একদল সদস্য।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩ পাচারকারী পালিয়ে গেলেও জব্দ করা হয় ৪৮ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় পলাতক ৩ জনসহ ৫ জনের নামে থানায় মামলা করা হয়েছে। পলাতক ৩ আসামি হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও বেতবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মো. হারেছ (৩৭), একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফজল মেম্বারের ছেলে মো. ইলিয়াছ (৩০) এবং বালুখালী মধ্যমপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৩)। উখিয়া থানার ওসি মর্জিনা আকতার বলেন, ইয়াবাসহ ২ পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।