অসুস্থ খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ‘দেশে থেকে’ চিকিৎসা নেওয়ার যে শর্ত দেওয়া হয়েছে, তা শিথিলের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার ঢাকার শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এই দাবির বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে বলব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক। একান্তই প্রয়োজন হলে, উনি যদি মনে করেন, তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারেন। খবর বিডিনিউজের। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারীর মধ্যে গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। সাময়িক মুক্তির মেয়াদ শেষ হতে আরও কিছুদিন বাকি থাকলেও খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৭ আগস্ট মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে সরকার ইতোমধ্যে খালেদার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। তবে আগের মত এবারও দুটি শর্ত দেওয়া হয়েছে। এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।