মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরাজি বিস্তার প্রকল্পের আওতায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এ জে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ জেলা শাখার সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও সহ সভাপতি হাসমত আলীর সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিলুফার জাহান বেবী। উপস্থিত ছিলেন সুদীপ বসাক, সুপন বড়ুয়া চৌধুরী, শুভাশীষ দাশ শুভ, মাহফজুর রহমান, জয় রায়, রাজু মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।