জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ১:০২ অপরাহ্ণ

সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী।

এছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ, র‍্যাব।

এমন অবস্থায় এ সেবা বন্ধ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমা খুনের প্রধান আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা