মীরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আড়াই হাজার ব্রয়লার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।
ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, আজকে দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া আড়াই হাজার মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।












