হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ২
হাটহাজারী প্রতিনিধি ম
হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করতে গিয়ে মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামের দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বদিউল আলম হাট প্রকাশ বৈদ্দেহাট এলাকায় আকস্মিকভাবে এই মিছিল বের করার চেষ্টা করে তারা।
গ্রেপ্তারকৃত আরফান উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ মাছুয়া ঘোনা এলাকার কবির আহম্মদ মাস্টার বাড়ীর আব্দুল্লাহর পুত্র। অন্যদিকে মো. মিরাজ উদ্দিন একই এলাকার সোবহান সওদাগর বাড়ীর নেজাম উদ্দিনের পুত্র। স্থানীয় বাসিন্দা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিউল আলম ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তর জেলা ছাত্রলীগের সহ–সম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে উল্লেখিত বদিউল আলম হাট বাজার এলাকায় হঠাৎ জয় বাংলা–জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় ফারুক তাদের বাঁধা দিলে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেরা তাকে আক্রমণ করে। তিনি নিরাপদ দূরত্বে গিয়ে ৯৯৯ নাইনে কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা মিছিলে অংশ নেয়া উক্ত দুইজনকে তাদের বাড়ি থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং রাত প্রায় ১২টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক মো. আলতাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।












