কি ছু জা না কি ছু অ জা না

প্রবীর বড়ুয়া | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

  • ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ওপর পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সার্চলাইট’।
  • ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংএর লেখা ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান’ শিরোনামের প্রতিবেদন যুক্তরাজ্যের লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ১৯৭১ সালের ৩০ মার্চ প্রকাশিত হলে বিশ্ববাসী জানতে পারে ঢাকায় দখলদার পাকিস্তানি বাহিনীর চালানো প্রথম দফার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষ বর্বরতার কথা।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে।
  • মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এগুলোর মধ্যে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না ১০নং সেক্টরে।
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল ২ নম্বর সেক্টরের অধীনে।
  • মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় ঢাকার রেসকোর্স ময়দানে।
  • পাকিস্তানের জেনারেল এ কে নিয়াজী আত্মসমর্পণ করে ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে।
  • আতি্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
  • প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় ১৯৭১ সালের ২ মার্চ।
  • স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় ঢাকার পল্টন ময়দানে ১৯৭১ সালের ৩ মার্চ।
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে স্থাপন করা হয় ১৯৭১ সালের ২৬ মার্চ।
  • মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুর তথা গাজীপুরে।
  • মুক্তিবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ১১ জুলাই।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
  • সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল।
  • বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। ওইদিনই বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল।
  • বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল ৬ জন।
  • বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে।
  • মুজিবনগরের পুরাতন নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
  • বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দীন আহমদ।
  • মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী।
  • মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
  • মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অভ অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
  • মুজিবনগর সরকার বিদেশে মিশন স্থাপন করেছিল যুক্তরাজ্যে।
  • মুক্তিযুদ্ধের সময় বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ভারতের কোলকাতায়।
  • জেনারেল ওসমানী বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন ১৯৭১ সালের ১৮ এপ্রিল।
  • প্রথম বাংলাদেশী কূটনীতিক যিনি দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি হলেন এম হোসেন আলী।
  • অভি্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা ১০নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
  • মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট ৩টি ফোর্স গঠিত হয়েছিল।
  • ১৯৭১ সালে পাকিস্তান থেকে অস্ত্রবোঝাই যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছিল সেটির নাম ছিল ‘এমভি সোয়াত’। জনতার প্রতিরোধে সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করা যায়নি।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ডো বাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের ১৬ আগস্ট প্রথম প্রহরে দেশের দুইটি সমুদ্রবন্দরচট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দরচাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে অপারেশনগুলো চালানো হয়েছিল।
  • এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা মানে এটাই
পরবর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপন