গ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, নগরীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৪ অপরাহ্ণ

মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিনকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মো. সালাহ উদ্দিন (৪৮) একই থানার ডোমখালী এলাকার আমির আহাং মৌলভীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিন নগরীর চাদগাঁও থানার কালুরঘাট এলাকায় অবস্থান করছে-এ তথ্য পেয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মো. সালাহ উদ্দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাচাতো ভাইকে হত্যার মরদেহ গুম : পাহাড়তলীর যুবককে আমৃত্যু কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহালিশহরে শিশু সাঈদের মৃত্যুর ঘটনায় সৎ বাবা গ্রেফতার