দাম বাড়ছে বাড়ুক
দাম বাড়ছে সবজি–মাছের,
দাম বাড়ছে চালের
দাম বাড়ছে হলুদ–পেঁয়াজ
নুন মরিচ আর ডালের।
দাম বাড়ছে হু হু করে
সকল রকম তেলের
বাসের ভাড়া বাড়ছে এবং
বাড়ছে ভাড়া রেলের।
ডাক টিকেটের মাশুল বাড়ে,
খাজনা বাড়ে জমির
উদ্যোগ নেই কারো পক্ষে
এসব কমাকমির।
বিদ্যুৎ বিল বাড়তে থাকে
বাড়ছে গ্যাসের টাকা
বাড়তি টাকায় গজায় কেবল
পাসপোর্টেরই পাখা।
দাম বাড়ছে বাড়ুক তাতে
কে করে আর কেয়ার–
‘আমি শুধু হাতিয়ে দেখি–
ঠিক আছে কি চেয়ার!’