ফতেয়াবাদে পান দোকানির মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | রবিবার , ২ জুলাই, ২০২৩ at ২:২১ অপরাহ্ণ

হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম সরওয়ার খান (৪৭) বলে জানা গেছে।

শনিবার (১ জুলাই) গভীর রাতে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সরওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত মো. সেকান্দর সওদাগরের ছেলে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ বলেন, “খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।”

সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

এর আগে শনিবার (১ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়ান নগরে মো. ফাহিম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে ফাহিম আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও পথসভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নানার বাড়িতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু