মাদক উদ্ধার অভিযানে গিয়ে মিলল বিপুল দেশীয় অস্ত্র

চকরিয়ার উচিতারবিল

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিলের একটি বাড়িতে পুলিশ গিয়েছিল মাদক উদ্ধার অভিযানে। তবে সেখানে মাদক না মিললেও মিলেছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

চকরিয়া থানা পুলিশ জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের উচিতার বিলের আরিফুর রহমান আরিফের বসতবাড়িতে মাদক বিকিকিনি চলছেএমন সংবাদ পায় পুলিশ। রোববার ভোররাত সোয়া ৪টার দিকে ওই বাড়িতে অভিযানে যায় থানার এসআই মোহাম্মদ আল ফোরকানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ। মাদক কারবারি আরিফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও বাড়িতে অভিযান চালিয়ে চালিয়ে পাওয়া যায় বিপুল দেশীয় অস্ত্রশস্ত্র। এসআই আল ফোরকান জানান, অভিযানে উদ্ধার করা হয় কাঠের বাটযুক্ত দেশীয় একটি বন্দুক (এলজি), স্টিলের তৈরি একটি কুড়াল, লোহার তৈরি পাঁচটি ধারালো দা, স্টিলের তৈরি দুটি ছোরা, দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি, দুই রাউন্ড গুলির খোসা, দশটি ধুসর বর্ণের গোলাকৃতির সীসার খণ্ড। এ সময় বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আবদুল মান্নান (২০) নামের এক ব্যক্তিকে। তিনি একই এলাকার মৃত মো. হারুনের ছেলে।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার বলেন, মাদক কারবারি আরিফ ও ধৃত আবদুল মান্নানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আবদুল মান্নানকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধকোরবানী ঈদে মাংস খাওয়ার নিয়ম
পরবর্তী নিবন্ধযেসব প্রযুক্তি ও সুবিধার কারণে কনকা ফ্রিজ অন্যদের চেয়ে আলাদা