বসন্তে রঙিন নগর

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ১২:৪৪ অপরাহ্ণ

পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাসের প্রথম দিন। পহেলা ফাল্গুনে আসে ঋতুরাজ বসন্ত।

দিনটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

এদিন নগরীর আন্দরকিল্লা মোড়ে বোধন আবৃত্তি পরিষদ ও বোধন আবৃত্তি স্কুল ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বসন্তবরণ উৎসবের আয়োজন করে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য ও ঢোল বাদন।

এছাড়া সিআরবির শিরিষতলার মুক্তমঞ্চ সকাল থেকে শুরু হয়েছে প্রমার বসন্ত উৎসব।

এদিকে, শেখ রাসেল পার্কেও বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম বসন্তবরণে আয়োজন করেছে বর্ণিল অনুষ্ঠানমালার। একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করা হচ্ছে। এছাড়া রবীন্দ্র, নজরুল, আধুনিক ও লোকগান পরিবেশন করবেন প্রথিতযশা সংগীতশিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধচসিকের অভিজ্ঞতাকে সিলেটের উন্নয়নে কাজে লাগাবো
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেতার হাতে ফের লাঞ্ছিত শিক্ষক