বেসরকারি মাদক নিয়াময় কেন্দ্র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অংশগ্রহণে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত আরবিএল ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ১৫ জানুয়ারি আলো প্রাঙ্গণে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ–পরিচালক মুকুল জ্যৌতি চাকমা, সহকারি পরিচালক রামেশ্বর দাশ, আব্দুল মান্নান ফেরদৌস, ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম এবং ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মঈনুল হক মনা। অনুষ্ঠানে সকল নিয়াময় কেন্দ্রের পরিচালক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।