বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হারিয়েছে সবকিছু।
আজ বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুড়া মসজিদ সংলগ্ন নূরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নূরুল ইসলাম বলেন, “হঠাৎ করে আগুন লাগার খবর পাই। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস আসে কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।”
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মংচিনু মারমা বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নূরুল ইসলামের বাড়ি থেকে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। এতে আরও ৪টি বসতঘর পুড়ে যায়।”