চালের দাম বাড়ার ‘তদন্ত’ চায় সংসদীয় কমিটি

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

ধানের বাম্পার ফলনের পরও চালের মূল্য বাড়ার কারণ খুঁজে দেখতে বলেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। খবর বিডিনিউজের।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে অনাবাদি সব জমি চাষাবাদের আওতায় আনা এবং বসতবাড়িতে শাকসবজি চাষ বাড়ানোর ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি সুপারিশ করে।

বৈঠকে বোরো ধানের পাশাপাশি পাম, সূর্যমুখী, সরিষা ও সয়াবিনের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়। এছাড়া স্বল্পমেয়াদি জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন এবং কৃষি নিয়ে গবেষণা বাড়াতে যুগান্তকারী অবদান রাখতে কমিটি মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে তালেবান হামলায় ৬ পাকিস্তানি নিহত
পরবর্তী নিবন্ধদোহাজারীতে ১৩ লাখ ৬০ হাজার টাকা বকেয়া বিল আদায়, ১৩ মামলা