নারীদের পাশাপাশি পুরুষদেরও সম্মান করুন

| বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

এই পৃথিবীতে পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে নারীর রয়েছে সমান অধিকার। নারী নির্যাতন, নারীকে লাঞ্ছিত করা, নারীকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার মত ঘটনা সচরাচর কম-বেশি শোনা যায়। নারীদের সম্মান রক্ষায় তৈরি হয়েছে নানা আইনকানুন। কিন্তু কোথাও শোনা যায় না পুরুষ নির্যাতন, পুরুষ লাঞ্ছিত, পুরুষদের হেনস্তা করার ঘটনা। কারণ সকলের মানসিকতা পুরুষ মানেই তো সূর্য, তাকে রুখে দাঁড়াবে কে? তবে এই বিষয়টি সবসময় সত্যি হয় না।

পুরুষেরাও নির্যাতিত হয়, হেনস্তার শিকার হয়, লাঞ্ছিত হয়, দাম্পত্য জীবনে বেশিরভাগ সময়ই অত্যাচারের সম্মুখীন হয়। সেই বিষয়গুলো হয়তো পুরুষেরা নীরবে সহ্য করে, প্রকাশিত হয় না তেমন তাদের বিষয়গুলো। তাছাড়াও যানচলাচলে নারীদের সংরক্ষিত আসন রয়েছে, কিন্তু পুরুষের জন্য নেই কোনো সংরক্ষিত আসন। নারীদের সীমিত আসনে পুরুষেরা কখনো বসলে উনাদের নানা কথা, কটুক্তির শিকার হতে হয়, আসন ছাড়তে হয়। কিন্তু গ্যালারি সিটে যখন কোনো মহিলা বা নারী বসেন তাদেরকে সে সব সহ্য করতে হয় না।

তাই নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন বন্ধ হোক। প্রতিষ্ঠিত হোক সুষ্ঠু জীবন ব্যবস্থা। নারীদের পাশাপাশি পুরুষদেরও সম্মান করা এবং সকলের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত।

আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধঅলি আহাদ : ভাষা সৈনিক
পরবর্তী নিবন্ধসাধ্য আর সামর্থ্যের দোলাচলে