মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৪:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যা ৫ টা থেকে রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ১১ ফার্মেসিকে ১ লাখ ৭৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১১ ফার্মেসিতে টানা অভিযান পরিচালনা করা হয়। এসব ফার্মেসি দীর্ঘদিন যাবদ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা অনিয়মের মাধ্যমে ক্রেতাদের ঠকিয়ে আসছিল। বেশ কিছুদিন থেকে এই অভিযোগ শুনা যাচ্ছিল। অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও ড্রাগ লাইসেন্স না থাকা/ নবায়ন না করা ও ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা দণ্ডারোপ করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন, রাজু আকন্দ ও তার টিম।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় মেয়াদে নেতা হচ্ছেন শি জিনপিং
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল হচ্ছে