বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নীতিগত পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ড এক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ এই দুটো দল একই সুতায় বাঁধা। আমরা যে কারণে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছিলাম তার বাস্তব কোনো প্রতিফলন ঘটেনি। আমরা এর পরিবর্তন চাই। গতকাল সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এসব কথা বলেন। খবর বিডিনিউজের।
এ সময় নির্বাচনী জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, এ বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের ওপর আমাদের ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা গোপন কোনো আঁতাত করি না, যা কিছু হবে স্বচ্ছ। খোলাখুলিভাবে সব কিছুই হবে।
দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কাউকে চায় উল্লেখ করে জি এম কাদের বলেন, দেশের মানুষ সামাজিক নিরাপত্তা চায়। দেশের মানুষ খুন-ধর্ষণ-লুটপাট থেকে উদ্ধার চায়। আমরা আমাদের নিজস্ব রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের মানুষকে সুস্থ রাজনীতি উপহার দিতে চাই।