সড়ক নিরাপত্তা বিষয়ক
স্কুলভিত্তিক সচেতনতামূলক
প্রচার অভিযান
চন্দনাইশে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুলভিত্তিক সচেতনতা মূলক প্রচার অভিযান উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া হাছনদন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ। উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মো. মনজুর রশিদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী সুমন তালুকদার, শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোরশেদ আহমদ, প্রধান শিক্ষক শাহিনুর আকতার, মিডিয়া কর্মকর্তা আরিফ হোসেন, ইউআরসি ইন্সক্টেটর আকতার সানজিদা জাফর পপি, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি দেওয়ানহাট-বৈলতলী-বরমা সড়ক সংস্কার করা হয়। গ্রামীন পর্যায়ে সড়ক সংস্কারের ফলে কর্ম তৎপরতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সড়কের ব্যস্ততাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক সভা করা হলে উপকৃত হবে শিক্ষাসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ।
‘সিআইইউতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন’
ক্যাম্পাস লাইফের প্রথম সেমিস্টার দেখতে দেখতেই চলে গেছে ওদের। তবে শিক্ষকদের সঙ্গে পড়ালেখা আর আড্ডা চলেছে সমান তালে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় সেমিস্টারে। এই নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তারুণ্যের দল।
এসব ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের ক্লাস কক্ষে উপহার হিসেবে বই তুলে দেন ইংরেজি বিভাগের শিক্ষকরা।
ব্যতিক্রমী আয়োজনে নিজেদের অনুভূতিতে শিক্ষার্থীরা বলেছেন, ক্যাম্পাস লাইফের সময়টা নাকি খুব অল্পতেই ফুরিয়ে যায়। লাইব্রেরি, ক্লাস-পরীক্ষা আর ব্যাগ কাধে নিয়ে বাসা থেকে ভার্সিটিতে আসা যাওয়া-যাপিত জীবনে কখন যে সময়গুলো চলে গেল টেরই পেল না কেউ!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর অ্যাডভাইজার অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বর্তমান ডিন ড. শাহ আহমেদ, প্রভাষক শাকিলা মোস্তাক এবং আশিকুর রহমান। জানতে চাইলে ডিন ড. আহমেদ বলেন, বই পড়া একটি পুরোনো ঐতিহ্য। আজকের শিক্ষার্থীরা অবশ্য বই খুব কমই পড়ে। তাদের ভেতর ভালো অভ্যাসটি গড়ে তুলতে এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বোস অ্যান্ড স্টার্লিং এর দি এলিমেন্টস অব রেটোরিক অ্যান্ড প্রসোডি বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হয় বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।









