আহলে সুন্নাত চেয়ারম্যান কাযী মঈনুদ্দিন আশরাফীর ওপর হামলার নিন্দা

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চেয়ারম্যান, দেশের শীর্ষস্থানীয় প্রবীণ আলেমেদ্বীন শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফীর উপর গত ১২ আগস্ট চন্দনাইশে একটি ধর্মীয় মাহফিলে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন এবং সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, চট্টগ্রাম মহানগর সভাপতি তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, উত্তর জেলা সভাপতি মাস্টার জমির উদ্দীন, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ কমর উদ্দীন সবুর, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ। এ ছাড়া পৃথক এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ। তারা হলেন, অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান কাদেরী, শাইখুল হাদীছ সোলাইমান আল কাদেরী, শাইখুল হাদীছ মুফতি কাযী আব্দুল ওয়াজেদ, শাইখুল হাদীছ হাফেজ আশরাফুজ্জমান কাদেরী, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আল্লামা এম এ মান্নান, আল্লামা এম এ মতিন, অধ্যক্ষ আব্দুল আলিম রেজভী, অধ্যক্ষ মুফতি হারুনুর রশীদ আশরাফী, অধ্যক্ষ মুশতাক আহমদ, শাইখুল হাদীছ ড. আফজাল হোসাইন, উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, আল্লামা ড. লিয়াকত আলী, উপাধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।

তারা বলেন, সুন্নি আলেমগণ দেশগড়ার আন্দোলনে নিয়োজিত। তাদের ওপর হামলা করে উগ্রপন্থীরা আজ পুরোদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা কাযী মঈনুদ্দিন আশরাফির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আগামী ১৮ আগস্ট চট্টগ্রাম আর.বি কনভেনশনে অনুষ্ঠেয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র ব্লাড ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধপটিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আ.লীগের ৭ দিনব্যাপী কর্মসূচি