বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের নেতৃত্বে ব্রেন্ডন টেইলর

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের ঘোষিত স্কোয়াডের অধিনায়ক শন উইলিয়ামস। কিন্তু টেস্ট পূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলেন ব্রেন্ডন টেইলর। দলের মিডিয়া ম্যানেজার শুরুতেই জানিয়ে দিলেন, দলের সঙ্গে অনুশীলনে যোগই দেননি উইলিয়ামস ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। দুজনই আছেন আইসোলেশনে। বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টে তাই দুজনের কাউকেই পাচ্ছে না জিম্বাবুয়ে। বুধবার থেকে শুরু টেস্টে দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। কোভিড আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন উইলিয়ামস ও আরভিন। জিম্বাবুয়ের জাতীয় স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী সতর্কতা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে দুজনকেই। টেইলর নিজেও একসময় নিয়মিত অধিনায়ক ছিলেন। সঙ্গে ভারপ্রাপ্ত দায়িত্ব মিলিয়ে ১৫ টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার আছে। তিনি বললেন, তরুণদের ওপর তাদের ভরসা আছে। ‘আমরা অভিজ্ঞ কয়েকজনকে পাচ্ছি না। তবে রোমাঞ্চকর কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে আমাদের। এটা তাদের জন্য বড় একটি সুযোগ। এই পর্যায়ে তারা কোথায় অবস্থান করছে, সেটি দেখার জন্য উপযুক্ত সময় এটিই। তাদের ওপর আমাদের আস্থা আছে। জিম্বাবুয়ে ক্রিকেটের এই সময়টার অংশ হতে পারা দারুণ ব্যাপার। ওদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি।’

পূর্ববর্তী নিবন্ধনোটিশ ছাড়াই রাতের আঁধারে বাগরাম ঘাঁটি ছেড়ে গেল মার্কিন সেনা
পরবর্তী নিবন্ধকেইনকে আটকাতে আত্মবিশ্বাসী ডেনমার্ক